মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ছাত্রদল নেতার পরিবারকে হয়রানি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১২:১৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনের সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ন কবির রাজনের বিরুদ্ধে হয়রানি ও হত্যার হুমকির অভিযোগ এনে বিচারের দাবি করেছেন এক ছাত্রদল নেতা। সোমবার (৫মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠন করেন ভুক্তভোগী ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সদস্য মো. আমান নামে। তিনি জানান, ২০২৩ সালে চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির রাজন তার স্ত্রীর সাথে পরকিয়ায় জড়ান। এ নিয়ে স্ত্রীর সাথে মনমালিন্যের জেরে পরের বছর তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তবে সন্তানদের কথা চিন্তা করে আবারো সংসার করতে না চাইলে হুমায়ন নানাভাবে হয়রানি করতে থাকে। এক পর্যায়ে তিনি চট্টগ্রামে তিনি চলে যান। তবে পাঁচ আগস্টের পর আবারো তিনি সংসার করতে সাবেক স্ত্রীর সাথে যোগাযোগ করেন। কিন্তু এই সময় হুমায়ুন কবির রাজন তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করেছি বলে ফেসবুকে মিথ্যাচার করতে থাকে। এর পাশাপাশি বিভিন্ন জনের মাধ্যমে পরিবারের সদস্যদের হুমকি দিতে থাকে।

লিখিত বক্তব্যে আমান আরো জানান, গেল ১৮ই এপ্রিল তার বিরুদ্ধে ঢাকায় ধর্ষণের মামলা হয়। পরে তিনি মামলার তদন্ত কর্মকর্তার সাথে ঢাকায় দেখা করেন। মামলার কাজ শেষে চট্টগ্রামে ফেরার পথে হুমায়ুনের সহযোগী ও সন্ত্রাসীরা তাকে আটক করে হত্যার হুমকি দেয়। নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি থানায় জিডি করেন। জিডি তুলে না নিলে তার নামে আরো মামলা দেয়ার হুমকি দিতে থাকে। তার নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও হুমায়ন কবির রাজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান আমান। এসময় সংবাদ সম্মেলনে আমানের পরিবার সদস্য ছাড়াও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান