মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

দেশে ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৪:০৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সঙ্গে এসেছেন দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান। ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত খালেদা জিয়াকে রাজসিক সংবর্ধনা দেন নেতাকর্মীরা।

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফেরার খবরে মঙ্গলবার ভোরের আলো ফোটার পর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষের ঢল নামে বিমানবন্দরের পথে পথে। ফুল, ব্যানার-প্ল্যাকার্ড এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে দেশনেত্রীকে বরণে সড়কের পাশে ফুটপাথে দাঁড়িয়ে অপেক্ষা করেণ নেতাকর্মীরা।

সকাল ১০টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে বের হলে উচ্ছাসে মেতে উঠেন নেতাকর্মীরা। সড়কের দুই পাশে ফুটপাথে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানায় জনতা।

খালেদা জিয়ার সাথে এসেছে দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। ১৭ বছর তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের দেশে আগমনে আরও উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আগামীতে রাজনীতির মাঠে খালেদা নেতৃত্ব ডাকে সাড়া দিয়ে দল কাজ করবে আশা করেন তারা।

দলের চেয়ারপারসনের গাড়ি বিমানবন্দর থেকে বের হয়ে সড়কে আসতেই দলের নির্দেশনা উপেক্ষা করে হুমড়ি খেয়ে পড়েন নেতাকর্মীরা। প্রিয় নেত্রীকে এক নজর দেখতে ভিড় করেন তারা।

এর আগে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা। খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের পথে উত্তোরণকে আরো সহজ করবে বলে আশা প্রকাশ করেন দলের মহাসচিব।

দলের চেয়ারপার্সনের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান