
		পুরান ঢাকা প্রতিবেদক: রাজধানীর আলমগঞ্জ রোড ও কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে টিসিবি ও খাদ্য অধিদপ্তরের ভর্তুকি মূল্যে দেয়া বিপুল পরিমান,চাল, তেল, আটা, চিনি ও গম জব্দ করেছে সেনা সদস্যরা।
আজ (মঙ্গলবার) বিকালে কামরাঙ্গীরচরের হাসান নগরে স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম সম্পাদক আলমগীর ও তার ভাই রিপনের চারটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমান মালামল জব্দ করা হয়।
জানা গেছে দীর্ঘ দিন ধরে টিসিবি ও খাদ্য অধিদপ্তরের ট্রাক সেলের পণ্য ভোক্তাদের মাঝে বিক্রি না করে তা গুদামজাত করে। বস্তা বদল করে এবং সয়াবিন তেল বোতল থেকে ঢেলে লুজ হিসেবে অধিক মুনাফায় খোলা বাজারে বিক্রি করে আসছিলো।
আটক আলমগীর ও রিপন সহদোর। তারা বিগত শেখ হাসিনার সরকারের শাসনামল থেকেই টিসিবি ও খাদ্য অধিদপ্তরের ওএমএস এর পণ্য এভাবেই বিক্রি করে আসছিলো।
উদ্ধার হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে, ১৬,৫৫০ কেজি চাল, ৯,৪৫০ কেজি গম, ৭৫০ কেজি মুসুরের ডাল ৪৮৬ কেজি সোয়াবিন তেল ও ২০০ কেজি চিনি উদ্ধার করে।
মন্তব্য করুন