
		শেরপুর সংবাদদাতা: শেরপুরের সীমান্তে বেড়েছে বন্য হাতির বিচরণ। প্রতিদিন কোন না কোন গ্রামে নেমে আসছে বন্য হাতির দল। বোরো ধান রক্ষায় রাত জোগে পাহাড়া দিচ্ছেন কৃষকরা। এই সমস্যার স্থায়ী সমাধান চান সীমান্ত এলাকার মানুষ।
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর ৩৫টি গ্রামের মানুষ বন্য হাতির আক্রমণ থেকে রক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছেন। সন্ধ্যা নামলেই খাবারের সন্ধানে হাতীর দল নেমে আসে জনপদে।
ফসল রক্ষায় ঢাক ঢোল পিটিয়ে মশাল জ্বালিয়ে বন্যহাতীর দলকে ভয় দেখানোর চেষ্টা করেন স্থানীয়রা। হাতির অবাধ বিচরণ বন্ধের স্থায়ী সমাধান চান এলাকাবাসী।
সমস্যা সমাধানে সবার আন্তরিক সহযোগিতা চাইলেন বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা শাহিন কবির।
বন বিভাগের তথ্যমতে গত ১০ বছরে হাতির পায়ে পিষ্ঠ হয়ে মারা গেছে অন্তত ৩৫ জন। আর এ পর্যন্ত মারা গেছে ৩০টি হাতি।
মন্তব্য করুন