মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জনপ্রশাসন থেকে ইউনিয়ন: ফরহাদের দুঃশাসন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৪:৪৮ এএম

মেহেরপুর সংবাদদাতা: এক সময় ছিলেন কলেজের শিক্ষক। পরে শিক্ষকতা পেশা থেকে ক্ষমতার লোভে হয়ে যান এমপি। প্রতিমন্ত্রী থেকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের পূর্ন মন্ত্রীর দায়িত্ব নেবার পর মেহেরপুরের নিয়ন্ত্রক বনে যান ফরহাদ হোসেন। ঠিকাদারী,ঘুষ,নিয়োগ বাণিজ্য আর ক্যাসিনো সাম্রাজ্যসহ মেহেরপুরে প্রতিষ্ঠা করেন দুর্নীতির একচ্ছত্র আধিপত্য। স্থানীয় রাজনীতিতেও ফরহাদ হোসেন কায়েম করেছিলেন পরিবারতন্ত্র। কন্ঠরোধ করেছিলেন বিরোধী মতাদর্শদের।

মেহেরপুর-১ আসন থেকে ২০১৪ সালে নৌকা প্রতীকে সংসদ সদস্য হন ফরহাদ হোসেন। পূর্বে কলেজ শিক্ষক থাকলেও স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের চাচাতো ভাই সৈয়দ আশরাফের বিশেষ সুপারিশে ২০১৫ সালে হয়ে যান জেলা আওয়ামী লীগের সভাপতি। এরপর শুরু হয় ফরহাদ হোসেনের একক রাজত্ব।

স্থানীয় রাজনীতিতে ফরহাদ হোসেন কায়েম করেছিলো পরিবারতন্ত্র। স্ত্রী, ভাই, বোনজামাই সহ পরিবারের সদস্যদের মাধ্যমে করতেন নানা ধরনের অপরাধ। ঠিকাদারী, নিয়োগ ও বদলি বাণিজ্য,অনলাইন ক্যাসিনোসহ সবই চলতো তার ইশারায়। ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদের সংসদ সদস্য হয়ে পেয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পদ। আর দ্বাদশ জাতীয় সংসদন নির্বাচনে দায়িত্ব পান পূর্ন মন্ত্রীর । ফলে আরো বেপরোয়া হয়ে উঠেছিলেন ফরহাদ হোসেন।

আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাওয়া ফরহাদ হয়ে উঠেন হাজার হাজার কোটি টাকার মালিক । নামে-বেনামে সম্পদের পাশাপাশি কানাডার বেগম পাড়ায় বাড়ি তৈরী করেছেন বলেও জানা যায়। এদিকে, মেহেরপুরের নিয়ন্ত্রক হয়ে উঠা ফরহাদের ভয়ে কথা বলতে পারতো না এলাকার সাধারণ মানুষ।

ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী। দলীয় ক্ষমতার প্রভাব বিস্তার করে মেহেরপুরে অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতেন তিনি।

বিরোধী মতাদর্শের রাজনীতিকে দমন করতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিচারবহির্ভূত হত্যাকান্ডের অভিযোগও রয়েছে ফরহাদ হোসেনের বিরুদ্ধে।

গেল ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর ফরহাদ হোসেন,তার স্ত্রী, ভাই ও ভগ্নিপতি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যাসহ, বেশ কয়েকটি মামলা রয়েছে। ফরহাদ হোসেনের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান