মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০২:১০ পিএম

নিজস্ব প্রতিবেদক : গুম-খুনের হোতা, আয়নাঘরের প্রতিষ্ঠাতা পলাতক অপশক্তির পুনর্বাসন দেখতে চায় না বিএনপি। শনিবার বিকেলে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভোটের অধিকারকে কেউ যাতে আর কুক্ষিগত না করতে পারে সেজন্য সকলকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান।

শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে শনিবার চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সকলকে বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি বলেন, সকল ধর্ম ও মতের মানুষ এক হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় তার দল। গেলো দেড় দশকে আওয়ামী লীগের অপশাসনের কথা তুলে ধরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক ও রাজনৈতিক চরিত্র হারিয়ে যে দলটি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তার দেশের মানুষের কাছে অপশক্তি হিসেবে অভিহিত হয়েছে।

তিনি বলেন, পলাতক স্বৈরাচার বিগত সময়ে ধর্মীয় জনগোষ্ঠীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে। আগামীতে কেউ আর সে অপপ্রয়াস চালাতে পারবে না। নাগরিকদের প্রত্যক্ষ ভোটে আগামীতে জবাবদিহিমূলক সরকার গঠনের কথা জানান তারেক রহমান।

এসময় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যাতে বিভেদ তৈরি না হয় সেজন্য আওয়ামী লীগ সরকারের সকল অপকর্ম বেশি বেশি গণমাধ্যমে প্রচারের আহ্বান জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান