মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দাবিতে উত্তাল শাহবাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০২:৪২ পিএম

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে দ্রুত নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার রাজধানীর শাহবাগে ফ্যাসিবাদবিরোধী গণজমায়েতে এনসিপির নোতারা গণহত্যার বিচার ও জুলাই ঘোষণাপত্র দেয়ার দাবি জানান। দাবি না মানা পর্যন্ত শাহবাগে অবস্থান ও অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, গণহত্যার বিচার, জুলাই ঘোষণা পত্রসহ তিন দফা দাবিতে শনিবার রাজধানীর শাহবাগে টানা অবস্থানের সাথে গণজমায়েত কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি। এই কর্মসূচিতে যোগ দেন এনসিপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণী পেশার মানুষ।

এসময় বিডিআর, শাপলা চত্বর ও জুলাই গণহত্যায় আওয়ামী লীগ জড়িত উল্লেখ করে দ্রুত বিচার দাবি করেন গণজমায়েতে অংশ নেয়া জনতা।

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, যত ষড়যন্ত্র, বিভক্তি ও চাপ আসুক আওয়ামী লীগ নিষিদ্ধে জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে কেউ আলাদা করতে পারবে না। আর সদস্য সচিব আখতার হোসেন বলেন, যতক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধের সুনির্দিষ্ট ঘোষণা না আসবে ততক্ষণ শাহবাগ ছাড়বে না জনগণ।

তারা বলেন, আওয়ামী লীগের সময়ে যারা গুম, খুন হয়েছেন, আয়নাঘরে ছিলেন, তাদের ন্যায় বিচার নিশ্চিতে রাজপথে থাকবে ছাত্র জনতা। ভবিষ্যতে যাতে আর কেউ ক্ষমতার অপব্যবহার করে ফ্যাসিজম কায়েম করতে না পারে সেজন্য দৃষ্টান্ত স্থাপনের আহবান জানান এনসিপি নেতারা।

তিন দফা দাবি আদায়ে জুলাই ঐক্যশক্তিকে ঐকবদ্ধ থাকার আহবানও জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান