মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মন্ত্রণালয়কে পারিবারিক প্রতিষ্ঠান বানান মুন্নুজান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৩:৩০ এএম

খুলনা প্রতিবেদক: সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান ২০১৮ সালে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মন্ত্রনালয়কে পারিবারিক প্রতিষ্ঠানে পরিনত তোলেন। নিজ পরিবারের ১৪ জনকে চাকরি দেন মন্ত্রনালয়ে। চাকরি পেয়ে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েন এবং প্রতিমন্ত্রীকে দিয়ে অন্যায় ভাবে বিভিন্ন সুবিধাও আদায় করে নেয়।

দুর্নীতির বিরুদ্ধে কথা বলা প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান নিজেই ছিলেন দুর্নীতির আতুড়ঘর। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে গৃহবধু থেকে বনে যান শ্রমিক নেত্রী এরপরে সংসদ সদস্য। আর ২০১৮ সালে তাকে দায়িত্ব দেয়া হয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর। প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে আত্বীয় পরিজন দিয়ে গড়ে তোলেন সম্পদের পাহাড়।

নিজের ভাই, ভাতিজি ও ভাগ্নেসহ পরিবারের ১৪ জনকে মন্ত্রনালয়ে চাকরি দেন তিনি। প্রতিমন্ত্রীর ক্ষমতা কাজে লাগিয়ে তার পরিবারের সদস্যরা নিয়োগ, বদলি ও পদবানিজ্য করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন।

খুলনা নাগরিক সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হাওলাদার অভিযোগ করেন, মুন্নুজান খুলনার শিল্পাঞ্চল এলাকা তার গুন্ডাবাহিনী দিয়ে নিয়ন্ত্রন করত।

বিগত সরকারের আমলে মুন্নুজান সুফিয়ানসহ যারা ক্ষমতায় ছিলেন তারা সবাই দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। তখন বিচার বিভাগের উপর প্রভাব বিস্তার করায় এসব দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা যায়নি বলে জানিয়েছেন, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি কুদরত ই খুদা।

তবে সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন গেল ৫ ফেব্রুয়ারী দুটি মামলা করেন। আর মুন্নুজান সুফিয়ানসহ তার ভাই শাহাবুদ্দীন ও ভাতিজি শামীমা সুলতানা হৃদয়কে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া ৫ আগষ্টের পরবর্তী সময়ে সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কয়েকটি মামলাও দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান