
		অনলাইন ডেস্ক: পর্যটন নগরী কক্সবাজারে গত ২০ বছরেও বেশি সময় ধরে যাতায়াতকারী বাসের সংখ্যা বেড়েছে প্রায় তিন থেকে চার গুণ। তবে সে তুলনায় বাড়েনি কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের পরিধি, হয়নি সংস্কারও। এতে বাস পার্কিং নিয়ে বিপাকে পড়ছেন চালকরা। অন্যদিকে, আশপাশের সড়কে যত্রতত্র পার্কিং, যাত্রী ওঠা-নামায় ভোগান্তির মাত্রাও বেড়েছে বহুগুণ। ট্রাফিক বিভাগ বলছে, জনবল বাড়িয়ে যানজট নিরসনে কাজ চলছে।
কক্সবাজার শহরের প্রবেশ মুখে লারপাড়ায় ২০০১ সালে গড়ে তোলা হয় পৌরসভা বাস টার্মিনাল। প্রতি বছর ইজারাদার দিয়ে কয়েক কোটি টাকা আয় করে পৌরসভা কর্তৃপক্ষ। কিন্তু গত ২ যুগ পেরিয়ে গেলেও তেমন কোন উন্নয়ন হয়নি বাস টার্মিনালটির। শুধু বেড়েছে দোকান আর কাউন্টারে সংখ্যা।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা বাস টার্মিনালটির। বিভিন্ন জায়গায় বড় বড় খানা খন্দ আর গর্ত সৃষ্টি হয়েছে। কক্সবাজার পর্যটন এলাকা হওয়ায় সারা দেশ থেকে আসছে বিভিন্ন যানবাহন। এতে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। এই পর্যায়ে টার্মিনালটির আধুনিকায়ন দরকার বলে মনে করেন পর্যটকসহ যাত্রীরা।
যানবাহনের সংখ্যার হিসেবে টার্মিনালটিতে গাড়ি রাখার জায়গা বাড়ানো যায়নি। ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ বেড়েছে বলে জানান কক্সবাজার আরকান পরিবহণ শ্রমিক ইউনিয়ন নেতা মো. জসিম উদ্দিন।
পর্যটকদের দুর্ভোগ কমাতে অনলাইন বাস টার্মিনাল চালুসহ যানজট নিরসনে নানা উদ্যোগের কথা জানায় ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
দ্রুত এই বাস টার্মিনালটি স্থানান্তর করা হলে জনদুর্ভোগ কমবে এবং মানুষ নির্বিঘেœ চলাচল করতে পারবে বলে মনে করে স্থানীয়রা।
মন্তব্য করুন