
		নিজস্ব প্রতিবেদক: সকলের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সোমবার সংসদ ভবনের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে মতবিনিময়ে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রগঠনে রাজনৈতিক দলগুলোকে সক্রিয় ভূমিকার রাখার কথা বলেন তিনি।
রাষ্ট্রকাঠামো মেরামতে সংস্কারের বিষয়ে ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার সকালে জাতীয় সংসদের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বৈঠক করে কমিশন। স্বাগত বক্তব্যে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেলেও জনগণের আকাঙ্খা পূরণ হয়নি। জুূলাই বিপ্লব সে সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।
এসময় গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে সমাজতন্ত্রের বিকল্প নেই। বিকেলে দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ নেজাম-ই-ইসলাম পার্টির সাথে মতবিনিময় করবে জাতীয় ঐকমত্য কমিশন।
মন্তব্য করুন