মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আ.লীগের নিবন্ধন বাতিলে ইসিতে বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫, ১২:৫৩ পিএম

নিজস্ব সংবাদদাতা: আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারে সভাপতিত্বে এই বৈঠকে অন্য কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

এর আগে সোমবার সকালে সিইসি জানিয়েছিলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের গেজেট হলে ব্যবস্থা নিবে কমিশন।

সকালে নির্বাচন ভবনে, যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের ৬ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে। তারা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সিইসির কাছে জানতে চান।

পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে তারা আসতে চান।

সেসময় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি জনিয়েছিলেন, গেজেট পর্যালোচনা করে নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত হবে।

বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর পরই নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে অন্য কমিশনারদের সাথে বৈঠকে বসেন সিইসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান