
		অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটভুক্ত অন্য দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।
এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, গুম-খুনের সহযোগী থাকায় দলগুলোর নিবন্ধন বাতিল চেয়েছে তারা।
সোমবার (১২ মে) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে দলটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে।
এসময় দলটির নেতারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ১৪ দলের নেতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
মন্তব্য করুন