
		নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এর ফলে দলটির হয়ে কেউ কোন ধরণের নির্বাচনে অংশ নিতে পারবে না। সরকার সোমবার বিকেলে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশের পর রাতে এই সিদ্ধান্ত নেয় কমিশন।
ভয়েজওভার: তীব্র আন্দোলনের মুখে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। সোমবার বিকেলে এনিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন জারির পর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। চার ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক, আরপিও, আইন-বিধি ও সরকারের প্রজ্ঞাপন পর্যালোচনা চলে এসময়।
বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধন স্থগিত থাকাকালীন দলটির হয়ে কেউ কোন নির্বাচনে অংশ নিতে পারবে না ।
এর আগে সোমবার সকালে নির্বাচন ভবনে সিইসি’র সাথে বৈঠক করে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি জানান, সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ জানিয়েছে কার্টার সেন্টার।
মন্তব্য করুন