
		নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করেই ছুটিতে গেলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
গেল (১১ই মে) সকালে দুবাই হয়ে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। পরে আহমেদ মারুফের ঢাকায় ছাড়ার বিষয়টি সে দিনই পাকিস্তান হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়।
পাকিস্তানের এই হাইকমিশনার বাংলাদশেরে বাইরে থাকার সময়টাতে ভারপ্রাপ্ত হাই-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ-হাইকমিশনার মুহাম্মদ আসিফ।
হাইকমিশনারের ছুটিতে থাকার বিষয়টি নিয়ে হাইকমিশন অনানুষ্ঠানিক জানায়, দুই সপ্তাহের ছুটিতে থাকবেন তিনি। গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বেশ সক্রিয় এই কূটনীতিকের হঠাৎ ছুটিতে যাওয়া নানা গুঞ্জন তৈরি হয়েছে।
সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার হিসেবে কাজ শুরু করেন।
মন্তব্য করুন