
		কক্সবাজার সংবাদদাতা: মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছে।
গতকাল সোমবার (১২ মে) দুপুরে টেকনাফের সাবরাং সীমান্তে নাফনদে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
তিনি জানান, নাফ নদে মাছ ধরতে যাওয়া দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন।
গুলিতে আহতরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)।
অন্যদিকে, সোমবার দুপুরে লেদা সীমান্ত ঘেঁষা নাফ নদী থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। স্থানীয়রা জানিয়েছে, তারা নৌকা নিয়ে নদীতে নামেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা গুলি চালিয়ে তাদের ধাওয়া করে ধরে নিয়ে যায়।
মন্তব্য করুন