
		উজিরপুর সংবাদদাতা: বরিশালে উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে চার গ্রামের কয়েকশ পরিবার। ইতোমধ্যে ফসলি জমি, বাড়িঘর হারিয়ে অনেকেই নিঃস্ব হয়েছেন। আরো হাজারো ঘরবাড়ি এবং একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙনের মুখে। ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ।
বর্ষায় নদীর পানির বৃদ্ধির সাথে সাথে স্রোতের কারণে বেড়েছে ভাঙনের তীব্রতা। ইতোমধ্যে উপজেলার বরাকোঠা ইউনিয়নের নারিকেলি, ডাবেরকুল, চতলবাড়ি ও লস্করপুর গ্রামে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে।
এক যুগের বেশী সময় ধরে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা। এতে নিঃস্ব হয়েছে বহু পরিবার। ভাঙন আশঙ্কা দেখা দিয়েছে নদী তীরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
ভাঙন থেকে চারটি গ্রামকে রক্ষার দাবিতে সম্প্রতি নদীতীর ঘেঁষে মানববন্ধন করেছে গ্রামবাসী। তারা আর্থিক সহায়তা নয়, ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।
দ্রুত সময়ের মধ্যে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। ভাঙন প্রতিরোধে সরকার শিগগিরি ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা স্থানীদের।
মন্তব্য করুন