
		লক্ষ্মীপুর সংবাদদাতা: দীর্ঘদিন সংস্কার না করায় লক্ষ্মীপুরের জকসিন থেকে পোদ্দার বাজার পর্যন্ত আঞ্চলিক সড়কের বেহাল দশা। সড়কের ১০ কিলোমিটার অংশ পাড়ি দিতে ভোগান্তির অন্ত নেই যাত্রী ও চালকদের। খানাখন্দে ভরা সড়কে বন্ধ হয়ে গেছে পণ্যবাহী ট্রাক ও পিকআপ চলাচল। অল্প বৃষ্টিতে সড়কে পানি জমে যাওয়ার পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। এমন বেহাল সড়কে হেলেদুলে চলাচল করছে যানবাহন। ভোগান্তির এই চিত্র লক্ষ্মীপুরের জকসিন-পোদ্দার বাজার আঞ্চলিক সড়কের। সড়কটির ১০ কিলোমিটার অংশজুড়ে এখন খানাখন্দে ভরা।
বেহাল সড়কে দুর্ভোগের শেষ নেই যাত্রী ও চালকদের। ঘটে দুর্ঘটনাও। স্থানীয়রা জানায়, দৈনিক সড়কটি দিয়ে জেলা সদরসহ নোয়াখালীর চাটখিল উপজেলার লক্ষাধিক মানুষ চলাচল করে। এছাড়া এই সড়কের পাশে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও বৃহত্তর পোদ্দার বাজার। ভাঙাচোরা রাস্তায় ট্রাক ও পিকআপ চলাচল করতে না পারায় কৃষিপণ্য পরিবহনে বেড়েছে ভোগান্তি। গুণতে হচ্ছে বাড়তি খরচ।
ভোগান্তি কমাতে সড়কটি সংস্কার ও রক্ষণাবেক্ষণে প্রশাসনের প্রতি আহবান জানালেন জেলা সদর পার্বতীনগর ইউনিয়ন পরিষদের সদস্য মাইন উদ্দিন ভূঁইয়া কাজল। শিগগিরই সড়কটি সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।যাত্রী ও পথচারীদের ভোগান্তি কমাতে সড়কটি সংস্কারে দ্রুত কার্যকর ব্যবস্থা চায় স্থানীয়রা।
মন্তব্য করুন