মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ব্যাগেজ বিধিমালা সংশোধন চান প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১২:০২ এএম

অনলাইন ডেস্ক: আসছে বাজেটে যাত্রী ব্যাগেজ বিধিমালা সংশোধন চান প্রবাসীরা। বিদেশ থেকে ফেরার সময় একজন যাত্রী দুটি ব্যবহৃত মুঠোফোন বিনা শুল্কে আনতে পারতেন। এর বাইরে অতিরিক্ত আরেকটি মুঠোফোন আনতে দেয়া লাগে শুল্ক। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের করা বিধিমালার কারণে অনেক প্রবাসী অতিরিক্ত মুঠোফোন নিয়ে বিমানবন্দরে নানা হয়রানির শিকান হন। অন্তর্বর্তী সরকারের কাছে আসছে বাজেটে এই নিয়ম পরিবর্তন চান প্রবাসীরা।

অর্থনৈতিকভাবে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির অর্থনীতির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে বিভিন্ন দেশ থেকে আগত শ্রমিক ও পেশাজীবীরা। বর্তমানে ১২ লাখের বেশি বাংলাদেশি অভিবাসী সেখানে কর্মরত রয়েছেন।

ছুটিতে প্রতি বছর আমিরাত থেকে অনেক প্রবাসী দেশে ফিরেন। এসময় অনেকে অন্যান্য সরঞ্জামের পাশাপাশি অতিরিক্ত মোবাইল ফোন দেশে আনতে চান। বিগত বছরে আওয়ামী লীগ সরকারের আমলে একজন যাত্রীর ব্যবহার করা সর্বোচ্চ দুটি ও শুল্ক দিয়ে অতিরিক্ত আরো একটি মোবাইল বহনের সুযোগ দেয়া হয়। এর বাইরে এক্ষেত্রে অতিরিক্ত ফোন বহন করলে যাত্রীদের বিমানবন্দরে তল্লাশিসহ মোটা অঙ্কের জরিমানা করা হয়।

তবে আসন্ন বাজেটে ব্যবহারের দুটির মোবাইল এর পাশাপাশি শুল্ক ছাড়াই অতিরিক্ত আরও দুটি মোবাইল নেয়ার সুযোগ চান প্রবাসীরা।

প্রবাসীরা বলছেন, আগের নিয়ম জারি থাকায় তারা পরিবার ও আত্মীয় স্বজনের জন্য নতুন মোবাইল ফোন নিয়ে যেতে পারেন না।

মোবাইল ফোন বহনে নতুন নিয়ম চালুর উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান