মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ফ্যাসিবাদের দোসররা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে: হাবিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৫:১৬ পিএম

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা উন্নয়নের নামে বিদেশে টাকার পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এসব টাকা ফেরত এনে উন্নয়ন খাতে ব্যয় করতে হবে।

বৃহস্পতিবার (১৫ই মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্যাসিবাদ প্রতিরোধে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, বিগত ১৫ বছরে দলের অসংখ্য নেতাকর্মীকে গুম ও নির্যাতন করা হয়েছে। অনেকে ভয়ে এলাকায় থাকতে পারেনি। এছাড়া নির্যাতনের কারণে পঙ্গুত্ববরণ করায় অনেকের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত করতে জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ সহযোগিদের বিচারের আওতায় আনার দাবি জানান হাবিবুর রহমান।

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারের সভাপতিত্বে ন্যাপ এর মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া, সিভিল রাইটস সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেন, মানবধিকার সমিতির সভাপতি মনজু হোসেন ঈসাসহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান