
		নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক এক কনস্টেবল এর বিরুদ্ধে দখলবাজি ও প্রতারণার অভিযোগ এনেছে বিচারের দাবি করেছে ‘আমার বাড়ি আমার ঘর লিমিটেড প্রকল্পের ভুক্তভোগীরা। শনিবার (১৭ই মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এই অভিযোগ করেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, আমার বাড়ি আমার ঘর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ভূমি দখল, প্রতারণ এবং অনিয়মের জেরে শেয়ার হোল্ডারদের হয়রানি করছে। এছাড়া পুলিশের সাবেক এই কর্মকর্তা বাহিনীর পরিচয় ব্যবহার করে ধীরে ধীরে ভূমি দখল করে যাচ্ছে।
পবিরবার সদস্যরা আরও জানায়, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে কয়েকজন অসৎ পুলিশ কর্মকর্তার ছত্রছায়ায় তিনি শেয়ারহোল্ডারদের মারধর ও প্রশাসনের মাধ্যমে ভয় ভীতি দেখাচ্ছেন। এসময় সরকারের জমি ফেরত ও মশিউরের অন্যায় ও অপকর্মের জন্য বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
মন্তব্য করুন