
		নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পৃথক জায়গায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নুর-ইসলাম ও সামিউর রহমান আলভি নামে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে জিগাতলা বাস স্ট্যান্ড ও হাজারীবাগের দুর্গা মন্দিরে এলাকায় ঘটনা দুটি ঘটে।
নিহত নুর-ইসলাম বিভিন্ন প্রোগ্রামে ইভেন্টের ফটোগ্রাফার হিসাবে কাজ করতো। হাজারিবাগের দুর্গা মন্দির এলাকায় তাকে কাজ দেওয়ার কথা বলে ডেকে নেয় দুর্বৃত্তরা। পরে তার কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় তারা। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। সেখান থেকে স্থানীরা রাত সাড়ে ৯ টায় ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই সময়ে জিগাতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভী নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে আশরাফুল ইসলাম নামে আরও এক যুবক। আহত নিহত দুজনই ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
মন্তব্য করুন