
		নিজস্ব প্রতিবেদক: রাজধানী বাড্ডার দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দগ্ধ তোফাজ্জল মিয়া একটি সিমেন্টের ফ্যাক্টরিতে শ্র্রমিক হিসেবে কাজ করেন। রাতে মশার কয়েল জ্বালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে তোফাজ্জল ও তার স্ত্রী এবং তাদের তিন মেয়ে দগ্ধ হয়।
এসময় দ্রুত তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। দগ্ধ তোফাজ্জল হোসেনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে। ওই তৃতীয় তলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন।
মন্তব্য করুন