
		নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, গ্রামীণ ব্যাংকই হচ্ছে প্রকৃত ব্যাংক। মানুষের বিশ্বাসের ওপর ভিত্তি করেই এই ব্যাংক পরিচালিত হয়। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে আইন হতে হবে।
রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। এসময়ত তার সাথে সরকারের উপদেষ্টা ও উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান উপদেষ্টা বলেন, গ্রামীণ ব্যাংক হলো জামানত বিহীন ব্যাংক। এটা সাধারণ মানুষের ব্যাংক। এনজিও গুলোকে ব্যাংকে উত্তরণের পরামর্শ দেন সরকার প্রধান। এগুলো হতে হবে সামাজিক ব্যবসার ব্যাংক। এজন্য একটি আইনের তাগিদ দেন তিনি।
প্রধান উপদেষ্টা, তরুণদের উদ্যেক্তা তৈরির ওপর আবারও গুরুত্বারোপ করেন। তিনি বলেন ক্ষুদ্র ঋণের কাজই হলো উদ্যোক্তা তৈরি।নতুন এই ভবন থেকেই নব যাত্রা শুরু বলে জানান ক্ষুদ্র ঋণের এই প্রবক্তা।
মন্তব্য করুন