
		জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটের খঞ্জনপুর-বদলগাছি এলাকায় রাস্তার পাশে ফেলা হচ্ছে পৌর শহরের ময়লা আবর্জনা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীসহ সাধারন মানুষকে। বিভিন্ন রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা। ঘটছে পরিবেশের বিপর্যয়। পরিবেশের এমন বিপর্যয় ঠেকাতে পৌর কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের।
জয়পুরহাট পৌর শহরের ময়লা আবর্জনা প্রতিদিন ট্রাকে নিয়ে ফেলা হয় খঞ্জনপুর-বদলগাছি এলাকার মাঝখানে রাস্তার পাশে। পৌর কর্তৃপক্ষের ময়লা আবর্জনা ফেলা দেখে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ময়লাও ফেলা হচ্ছে এখানে।
এসব ময়লা আবর্জনার পচন আর দুর্গন্ধে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। আশপাশের বাসিন্দারা টিকতে পারছেননা নিজের বাসায়ও। অনেকেই আক্রান্ত হচ্ছে নানা ধরনের রোগে। শুধু এলাকাবাসী নয়, ময়লার এই ভাগারের দুর্গন্ধে পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীরাও অতিষ্ট।
স্থানীয় পরিবেশ কর্মীরা মনে করেন, সদর উপজেলার কড়ই কাদিরপুরে নির্ধরিত স্থানে আধুনিক পদ্ধতিতে ময়লা সংরক্ষন করতে হবে। পাশাপাশি এসব ময়লা আবর্জনা থেকে বায়োগ্যাসে অথবা জৈব সার তৈরী করা যেতে পারে।
রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট পৌর নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো. রেজা
পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিবে এমনটাই আশা এলাকাবাসীর ।
মন্তব্য করুন