মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বজ্রপাতে দেশে বছরে ৩০০ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১১:৪১ এএম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রতিবছর গড়ে ৩০০ মানুষ বজ্রপাতে নিহত হয়, অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ সংখ্যা ২০ এর কম। বজ্রপাতে নিহতদের বেশিরভাগই আবার কৃষক। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়ণের সাথে আগামী দিনে বজ্রপাতের সংখ্যা বাড়বে। তাই বজ্রপাতজনিত মৃত্যু কমাতে সাধারণ মানুষকে সচেতন করার পরামর্শ তাদের।

নেত্রকোনার ১০ বছরের ছোট্র আরাফাত নিয়ে এখন পরিবারের এমন মাতম! সাম্প্রতিক সময়ে মাদ্রাসা যাবার পথে বজ্রপাতে মৃত্যু হয় তার। আর গেল সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে বজ্রপাতের এমন ভয়ংকর পরিস্থিতি থেকে অল্পের জন্য রক্ষা পায় এই কিশোর। কিন্তু কতমৃত্যু? আর কতই বা অল্পের জন্য রক্ষা হবে বজ্রপাতে থেকে মানুষের জীবন ?

গেল পাঁচ বছরের পরিসংখ্যান বলছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এ বছরের পয়লা মে পর্যন্ত মৃতের সংখ্যা ৭৫ জন। সেভ দ্যা সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম আ্যাওয়ানেস ফোরামের গবেষণা প্রতিবেদন বলছে, এ বছরের ২৮শে এপ্রিল একদিনেই মৃত্যু ২৩ জনের। এর মধ্যে কৃষকই ১৯ জন। আর ২০২৪ সালে ২৯৭ জনের মৃত্যু হয়। আর মৃত্যুর এই মিছিলে ছিল ১৫২ জন কৃষক।

বিশ্লেষকরা বলছেন যেসব অঞ্চলে গাছপালা কম বিশেষ করে হাওরাঞ্চলে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এবং যারা মারা যাচ্ছেন তাদের বেশির ভাই কৃষক নয় তো মৎস্যজীবী।

বিশ্লেষকরা বলছেন বজ্রপাত থেকে বাঁচার জন্য সচেতনতার বিকল্প নেই। এছাড়া হাওরাঞ্চলে শেল্টার হোম করার তাগিদ তাদের।

এছাড়াও আকাশে মেঘ দেখলে ঘরে থাকা, বৃষ্টির মধ্যে বাইরে বের না হওয়া এবং গাছের নিচে আশ্রয় না নেবার পরামর্শ তাদের। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকা যাবেনা। এমনকি ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকেও দূরে থাকতে হবে।

বছরের মার্চ টু জুন বজ্রপাতের মৌসুম। এ সময় সব চাইতে বেশি বজ্রপাত হয়। বজ্রপাত থেকে জীবন বাঁচাতে করণীয়: আকাশে মেঘ দেখা গেলে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এসময় ঘরে অবস্থান করতে হবে। মাঠে থাকলে বৃষ্টিতে ভিজে কাজ করা থেকে বিরত থাকতে হবে। যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। বৃষ্টির সময় গাছের নিচে আশ্রয় নেয়া থেকে বিরত থাকুন। বৈদ্যুতিক খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকেও দূরে থাকতে হবে।

আকাশে কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে

বৃষ্টির সময় ছেলে মেয়েদের খোলামাঠে খেলাধুলা থেকে বিরত থাকতেহবে। বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।

বজ্রপাতের সময় মাছ ধরাবন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করা নিরাপদ।

বৃষ্টির সময় ঘাস কাটা, গরু আনতে যাওয়া ও নানাফল-ফসল কুড়ানো থেকে বিরত থাকতে হবে।

ছাদে বৃষ্টিতে ভেজা বা গোসলকরা থেকে বিরত থাকতে হবে। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকা যাবেনা। এমনকি ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান