মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা চিকিৎসক ফারজানা মাকসুদের সাময়িক বরখাস্তের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৪:৫৪ এএম

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফারজানা মাকসুদ রুনার সাময়িক বরখাস্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) বিকেল পাঁচটায় - ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ সাগর রুনি মিলনায়তনে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

সংবাদ সম্মেলন প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা হাবিবুর রহমান হাবিব বলেন, একজন সংগ্রামী নারী চিকিৎসক ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী। তাকে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কায়দায় অন্যায় ভাবে বরখাস্ত করা ঠিক হয়নি। তিনি অভিযোগ করেন এখনো স্বৈরাচারের ফ্যাসিস্টরা এই সরকারকে পরিচালিত করছে, তাদের ইশারায় দেশ চলছে, তাহা না হলে স্বৈরাচার আন্দোলনের প্রথম সারির যোদ্ধাকে কেন বরখাস্ত করা হবে, এটা অত্যন্ত দৃষ্টিকটু। সরকারের প্রতি বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার আহ্বান জানান তিনি।

এসময় ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার ডাঃ ফারজানা মাকসুদ রুনার বরখাস্তের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে তাঁকে পুনরায় স্বপদে বহাল করে কাজে যোগদানের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়াও বক্তব্য রাখেন, প্রফেসর ড. শারমিন ইয়াসমিন, প্রফেসর ড. রেজাউর রহমান তালুকদার, ডা: রোকনুজ্জামান সহ বাংলাদেশ মেডিকেল কলেজের অন্যান্য চিকিৎসকবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান