
		কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের উখিয়া মিনি ট্রাকের সাথে ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত এবং পথচারিসহ দুইজন আহত হয়েছে। রোববার (১৮ মে) রাতে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পাড়া রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জুনায়েদ উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের হাবিব উল্লাহ’র ছেলে।
হাইওয়ে পুলিশের শাহপুরী থানার ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, রাতে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী রাস্তার মাথা নামক এলাকায় সড়কে একটি মিনি ট্রাক গতিপথের দিক পরিবর্তন করতে মোড় নিচ্ছিল। এসময় কোটবাজার স্টেশন দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে ট্রাকটির সাথে। এতে মোটরসাইকেলের দুইজন আরোহী এবং এক পথচারী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন