
		নিজস্ব প্রতিবেদক : আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই বহু মানুষ প্রাণ দিয়েছেন। লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ দাবি জানান। নিজেদের মধ্যে মতপার্থক্য ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়ার আহ্বানও জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
লন্ডনের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে যোগ দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদানের ভূয়সী প্রশংসা করেন তারেক রহমান। বলেন, আগামীতে দেশের সকল বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে।
রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি মানুষের কল্যাণে সবার জন্য একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।
নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে, কাঁধে কাঁধ মিলিয়ে সে স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
মন্তব্য করুন