
		অনলাইন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, কোন ভালো কাজ বা ভালো উদ্যোগ অর্থের অভাবে আটকায় না। দরকার হচ্ছে আন্তরিক প্রচেষ্টা ও দৃঢ় সংকল্পের।
সোমবার (১৯মে) বিকেলে চট্টগ্রামের দক্ষিণ মাদার্শা শ্যামাসুন্দরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীরা কি লক্ষ্যে এগিয়ে যাবে সে সম্পর্কে তাদের ভালো ধারণা থাকতে হবে। তাদের লক্ষ্যে পৌঁছাতে যে রোডম্যাপ প্রয়োজন তা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে গড়ে তুলতে হবে। শিক্ষক ও অভিভাবকেরা আন্তরিক হলে, হাটহাজারীতে যেমন অনেক দেশবরেণ্য ও বিশ্ববিখ্যাত মানুষ সৃষ্টি হয়েছে, তেমনি এই শ্যামাসুন্দরী উচ্চ বিদ্যালয় থেকেও আন্তর্জাতিক মানের মানুষ গড়ে উঠবে।
মীর হেলাল বলেন, ‘আমাদের নেতা জনাব তারেক রহমানের মা, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশে নারী শিক্ষার অগ্রগতিতে যে অসামান্য অবদান রেখেছেন তা বিশ্বে সমাদৃত। আমরা চাই শুধু নিজেকে গড়লে হবে না, এমন নারী এই বিদ্যালয় থেকে তৈরি হোক, যে দেশ ও নারী সমাজের জন্য অগ্রগতি বয়ে আনতে পারবে।’
তিনি আরো বলেন, ‘আমাদেরকে অবশ্যই নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সুশিক্ষিত জাতি গড়তে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিহার্য। গত সতের বছর ফ্যাসিবাদী সরকারের সময়ে আমরা যে তথাকথিত শিক্ষিত মন্ত্রী, এমপি ও আওয়ামী নেতা দেখেছি যারা পশুর ন্যায় জনগণের সাথে আচরণ করছে। এমন শিক্ষিত অমানুষ যাতে ভবিষ্যতে আর তৈরি না হয় সেজন্য এই সমাজকে সবচেয়ে ভূমিকা রাখতে হবে।’
এসময় শ্যামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জানে আলম জিতুর সভাপতিত্বে ও সদস্য সাদাত চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আলোচক চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাঃ জামাল উদ্দিন, দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজাহান বাদশাসহ আরো অনেকেই।
মন্তব্য করুন