মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বাগেরহাটে ডেসটিনি নির্মিত আশ্রয়কেন্দ্রটি সংস্কার করা হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৪:৫৫ এএম

বাগেরহাট সংবাদদাতা: দীর্ঘদিন সংস্কার না করায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বাগেরহাটের শরণখোলায় ডেসটিনি নির্মিত আশ্রয়কেন্দ্রটি। এতে ওই আশ্রয়কেন্দ্রে বরাদ্দ পাওয়া অনেক পরিবার বাধ্য হয়ে অন্যত্র চলে গেছে। উল্টো বরাদ্দ ছাড়াই কিছু পরিবার সেখানে বসবাস করছে। এমন পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রটি সংস্কার করে সঠিক মানুষদের সেখানে আশ্রয় দেয়ার কথা জানিয়েছেন ডেসটিনি টু থাউজেন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন। একইসাথে জনকল্যাণে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।

প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে উপকূলের মানুষদের রক্ষায় ২০১২ সালে বাগেরহাটের শরণখোলায় ছয় তলাবিশিষ্ট দুইটি টাওয়ার নির্মাণ করে ডেসটিনি গ্র“পের প্রতিষ্ঠার ডেসটিনি এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন। অসাধারণ এই উদ্যোগের ফলে সেসময়ে স্থায়ী আশ্রয় পায় দুর্যোগে ঘর হারানো ১৬টি পরিবার। একইসাথে দুর্যোগকালে অন্তত ২শ’ মানুষ আশ্রয় নিতে পারতো কেন্দ্রটিতে। কিন্তু দীর্ঘদিনের সংস্কারের অভাবে আশ্রয়কেন্দ্রটি এখন অনেকটাই বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে।

ডেসটিনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের পর থেকে কেন্দ্রটি দেখভালের কেউ ছিলো না। ফলে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে ভবন দুটি। ডেসটিনির পক্ষ থেকে আশ্রয় দেয়া পরিবারগুলোর মধ্যে ১৪টি এরইমধ্যে আশ্রয়কেন্দ্র ছেড়ে অন্যত্র চলে গেছেন। কিন্তু তাদের জায়গায় বরাদ্দ ছাড়াই সেখানে বসবাস করছেন কেউ কেউ। এই অবস্থায় আশ্রয়কেন্দ্রটি সংস্কারে ডেসটিনির প্রতি আহবান সুবিধাভোগীদের।

প্রাকৃতিক দুর্যোগে দুর্ভোগ কমাতে ভবনটি সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলে জানালেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। এজন্য ডেসটিনি গ্র“পের সহযোগিতা চেয়েছেন তিনি।

এদিকে, ডেসটিনি টু থাউজেন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন জানিয়েছেন, সরেজমিনে তদন্ত করে আশ্রয়কেন্দ্রটি সংস্কারের উদ্যোগ নেয়া হবে। একইসাথে সেখানে স্থায়ী আশ্রয় পাওয়া পরিবারগুলো কেন অন্যত্র চলে গেছে এবং সেখানে অন্যরা কিভাবে আশ্রয় পেয়েছে তাও খতিয়ে দেখার কথা বলেন তিনি।

পাশাপাশি ডেসটিনির পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে আশ্রয়কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক নির্মাণ, মাতৃমৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনাসহ জনহিতকর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন মোহাম্মদ রফিকুল আমিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান