
		নারায়ণগঞ্জ সংবাদদাতা: বাজারে আসছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিখ্যাত কদমী লিচু। এখানকার লিচু অন্যসব অঞ্চলের চেয়ে বাজারে আগে আসায়, ক্রেতার আগ্রহ থাকে বেশি। এ বছর লিচুর বাম্পার ফলনও হয়েছে। বাগানে বাগানে চলছে ফল সংগ্রহের প্রস্তুতি। চলছে বেচা বিক্রিও।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন বাগানে পাকতে শুরু করেছে লিচু। এ অঞ্চলে চায়না ওয়ান, এলাচি, পাতি জাতিসহ বিভিন্ন জাতের লিচু উৎপাদন হলেও, কদমী লিচুর কদর বেশি। এরই মধ্যে প্রতিটি গাছে শোভা পাচ্ছে লাল টকটকে লিচু।
লিচু পাকা শুরু হওয়ায়, ব্যস্ত সময় কাটছে চাষী ও ব্যবসায়ীদের। পশু পাখির হাত থেকে ফলন রক্ষায় ইলেট্টিক বাতি, বাঁশ ও টিনের তৈরি বাজনা স্থাপনসহ নিয়োগ করা হয়েছে নিরাপত্তা প্রহরী।
চাষী ও ব্যবসায়ীরা জানান, আবহাওয়া ভালো থাকায় এবার লিচুর ফলন বেশ ভালো হয়েছে। বাগান থেকে ফলন কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে তা চলে যাচ্ছে ঢাকা, নরসিংদী, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
সোনারগাঁও উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক
জানালেন, তারা নিয়মিত চাষীদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে থাকেন।
চলতি মৌসুমে সোনারগাঁওসহ জেলার ১৩৫ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। এর মধ্যে সোনারগাঁওয়ে প্রায় সাত কোটি টাকার লিচু বিক্রির ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।
মন্তব্য করুন