মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

এনসিপির সাবেক নেতা তানভীরকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০২:২৯ পিএম

নিজস্ব প্রতিবেদক: শত কোটি টাকার তদবির বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান দুই ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। প্রায় দুই ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। তবে দুদক বলছে, দুর্নীতির তথ্য-উপাত্ত বিচার বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে পদক্ষেপ নেয়া হবে।

দুদকের বারান্দায় জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা ও সাবেক যুগ্ম-সদস্য সচিব সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে এনসিটিবিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

বুধবার এসব দুর্নীতির বিষয়ে ঘন্টাখানিক দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। যদিও বের হয়ে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, প্রমাণিত হলে জেলে যেতে প্রস্তুত।

একইভাবে চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা সাবেক ও বর্তমান ব্যক্তিগত দুই কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে। তুহিন ফারাবী গণমাধ্যম এড়িয়েগেলেও মাহমুদুল হাসান জানান, অভিযোগ ভিত্তিহীন। পদত্যাগ করবেন উপদেষ্টার পিও পদ থেকেও।

দুদক বলছে, তাদের পাওয়া দুর্নীতির অভিযোগগুলোর সাথে অভিযুক্তদের বক্তব্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে তারা।

বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান