
		অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে দুপুরে এ বিক্ষোভ কর্মসূচী পালন করে ঢাকা মহানগর এনসিপি। অবিলম্বে নির্বাচন কমিশন বাতিলসহ চারদফা দাবি জানানো হয় এতে। তবে কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
নির্বাচন কমিশন বাতিল এবং স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে ঢাকা মহানগর এনসিপি। এতে যোগ দিতে সকাল থেকেই আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হতে থাকে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর শাখার প্রতিনিধিরা।
সকাল সাড়ে এগারোটায় নির্বাচন কমিশনের সামনে জড়ো হয়ে নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকে। এসময় তারা বলেন, এই কমিশন নিরপেক্ষ ভাবে তাদের কাজ করতে পারছে না। তারা একটি বড় রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তাবায়ন করছে। এই কমিশনের অধীনে সুষ্ঠু নিবার্চন সম্ভব নয় বলেও দাবি করেন তারা।
বেলা দেড়টায় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে নির্বাচন কমিশন ভবনের প্রধান ফটকের সামনে চলে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসময় তাদের বাঁধা দিলে বিক্ষোভকারীরা সেখানেই বসে নানা স্লোগান দিতে থাকে।
পরে এনসিপির মূখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারি বলেন তড়িঘড়ি করে করা এই নির্বাচন কমিশন জাতির প্রত্যাশা পূরণ করতে পারছে না। অবিলম্বে কমিশন বাতিলের দাবি জানান তিনি।
এদিকে, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনের বুথ স্থাপনের খসড়া অনুমোদনের জন্য বৈঠক করে কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর কাছে এনসিপির বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোন রাজনৈতিক বিষয়ে তিনি মন্তব্য করতে চান না।
নির্বাচন কমিশনের কাজ নির্বাচন অনুষ্ঠান করা, কোন নির্বাচন আগে হবে তা সরকার নির্ধারণ করবে বলেও জানান তিনি ।
মন্তব্য করুন