
		অনলাইন ডেস্ক: রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে করিডর করার বিষয়ে কোন আলাপই হয়নি এবং হবেও না। কথা উঠছে সেখানে জাতিসংঘের মানবিক সহায়তা পাঠানোর জন্য মানবিক চ্যানেল করার বিষয়ে। সাম্প্রতিক সময়ে মানবিক করিডর ও মানবিক চ্যানেল নিয়ে নানা বিতর্কের পর এসব মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান। বলেন কোন চাপের মুখে, মানবিক চ্যানেল করছে না বাংলাদেশ।
মিয়ানমারের রাখাইনে চলমান মানবিক সমস্যা ও সংকট মোকাবেলায় মানবিক সহায়তা পাঠাতে চায় জাতিসংঘ। আর এই মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি মানবিক চ্যানেল করতে চায় সংস্থাটি। এই চ্যানেলের বিষয়টি সামনে আসায় গেল কয়েক মাস ধরে এ নিয়ে দেশের অভ্যন্তরে চলছে নানা গুঞ্জন।
বিষয়টি নিয়ে বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন প্রাথমিক আলোচনা হয়েছে মাত্র। দেয়া, না দেয়া এদেশের সার্বভৌম সিদ্ধান্তের বিষয়।
তিনি আবারো নিশ্চিত করেন এই চ্যানেল করা হলে যুদ্ধের কোন পরিস্থিতি তৈরি হবে না।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, মিয়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মির সাথে এ নিয়ে আলোচনা চলছে। তবে, এখনই প্রত্যাবাসন সম্ভব নয়।
এ সময় নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টিও স্পষ্ট করেন ডক্টর খলিলুর রহমান।
মন্তব্য করুন