মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পররাষ্ট্র সচিব নিজেই সরে যেতে চান: তৌহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৩:৩২ পিএম

নিজস্ব প্রতিবেদক: অপসারণ নয়, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন নিজেই তার দায়িত্ব থেকে সরে যেতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা বলেছেন, তিনি (জসীম) বিভিন্ন কারণে এই দায়িত্ব ছেড়ে দিতে চান। তবে তিনি সরকারি চাকরিতে থাকছেন, তার দায়িত্ব পরিবর্তন হবে। অপসারণের কোনো বিষয় নেই।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী কয়েক দিনের মধ্যে তিনি (জসীম) তার বর্তমান পদ ছেড়ে দিতে পারেন। তার নিজের অনুরোধেই এ দায়িত্ব পরিবর্তন করা হচ্ছে।

নতুন পররাষ্ট্র সচিবের নিয়োগ সম্পর্কে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন বলেন, কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন।

গত এপ্রিল মাসে সরকার জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

পদমর্যাদার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি এখনও যোগদান করেননি। তিনি যখন দায়িত্ব কখন গ্রহণ করবেন, তখন সরকার সিদ্ধান্ত নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান