
খুলনা সংবাদদাতা: যথাযথ তদারকির অভাবে গত তিন দশকেও পূর্ণতা পায়নি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহির রবীন্দ্র কমপ্লেক্স। কর্তৃপক্ষের প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এ প্রকল্পের উন্নয়ন কাজ। ভারতের শান্তি নিকেতনের আদলে রবীন্দ্র কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি।
খুলনা শহর থেকে ২০ কিলোমিটার দূরে ফুলতলা উপজেলার তিন কিলোমিটার উত্তর পশ্চিমে দক্ষিণডিহি গ্রাম অবস্থিত। কলকাতার জোড়া সাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের সঙ্গে দক্ষিণ ডিহির সম্পর্ক নানাভাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরী দেবীর জন্ম এই দক্ষিণডিহি গ্রামে। রবীন্দ্রনাথের কাকীমা ত্রিপুরা সুন্দরী দেবীও এই গ্রামেরই মেয়ে। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীও দক্ষিণ ডিহির মেয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বেনী মাধব রায় চৌধুরী দক্ষিণডিহি গ্রামের বাসিন্দা ছিলেন।
১৯৯৫ সালে তৎকালিন জেলা প্রশাসক কাজী রিয়াজুল হক দক্ষিণডিহির রবীন্দ্রনাথে শ্বশুড় বাড়িটি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করে সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেন। ২০০০ সালের ৮ আগস্ট বাড়িটি দেখাশোনার দায়িত্ব দেয়া হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে। সেই থেকে কমপ্লেক্স ভবনের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হলেও এখন পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি।
স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, রবীন্দ্রনাথের শ্বশুর বাড়িটি উদ্ধারের পর থেকেই এটির উন্নয়নে দাবি জানানো হয়। তবে মন্ত্রী এমপি এমনকি প্রশাসনের কর্মকর্তারা প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন হয়নি।
ভবিষ্যতে রবীন্দ্র কমপ্লেক্সটি সম্প্রসারণে উদ্যোগ নেয়া গেলে পর্যটকের সমাগম আরো বাড়বে বলে মনে করেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান ।
মন্তব্য করুন