মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রাজনীতিতে নানা গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১০:২১ এএম

নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব নেয়ার নয় মাসের মাথায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ইচ্ছায় হঠাৎ নানা সমীকরণে অস্থির রাজনীতি। কাজের পরিবেশে ব্যত্যয় হওয়ায় বৃহস্পতিবার পদ থেকে প্রধান উপদেষ্টার সরে যাওয়ার অভিপ্রায়ে শুরু নানা গুঞ্জন। উদ্ভুত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি ও এনসিপি। সংকট সমাধানে দ্রুত সর্বদলীয় সভা ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত আমীর।

গেলো কয়েকদিনের পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার রাজপথ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানোকে কেন্দ্র করে পরিস্থিতি পাল্টাতে থাকে। সপ্তাহব্যাপী বিক্ষোভ শেষ পর্যন্ত রূপ নেয় অবস্থান, লাগাতার অবরোধ কর্মসূচিতে। প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে চলে টানা আন্দোলন।

ইশরাকের এমন অবস্থানে পাল্টা কর্মসূচিতে মাঠে সরব হয় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে দলটি। এই কমিশনের অধীনে সুষ্ঠু নিবার্চন সম্ভব নয় বলেও দাবি করেন নেতারা।

হঠাৎ এমন ঘোলাটে পরিস্থিতিতে জরুরী সভা করে বিএনপি’র সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। এতে সরকারের তিন উপদেষ্টার পদত্যাগ দাবীসহ দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, নয়তো অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা করা সম্ভব হবে না বলেও উল্লেখ করেন বিএনপি’র নীতি নির্ধারকরা।

একদিকে নির্বাচন, সংস্কার ও বিচার প্রক্রিয়ার বাস্তবতা, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর এমন পাল্টাপাল্টি অনৈক্যে রাজপথে উত্তাপ গিয়ে লাগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

বৃহস্পতিবার (২৩ শে মে) উপদেষ্টা পরিষদের রূদ্ধদ্বার বৈঠকে পদ থেকে সরে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। এমন খবরে সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা, ত্যাগ, দায়বদ্ধতা এবং জাতীয় ঐক্যের বিষয়ে ভেবে সিদ্ধান্ত নেয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।

এদিকে, প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান