মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

হজযাত্রী পাঠাতে জট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১০:২৪ এএম

নিজস্ব প্রতিবেদক: হজযাত্রার বাকি আটদিনে অন্তত ২৯ হাজার হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে হবে। শুরুর দিকে নানা জটিলতায় নির্দিষ্ট ফ্লাইটগুলোতে পরিকল্পনা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারায় শেষের দিকে তৈরি হয়েছে জট। হজ অফিস জানিয়েছে, সবার হজযাত্রা নিশ্চিতে অতিরিক্ত নয়টি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছু এজেন্সির বিরুদ্ধে এরিমধ্যে প্রতারণার বেশ কিছু অভিযোগ এসেছে। সমাধানে নেয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ, জানিয়েছেন সংশি¬ষ্টরা।

আশকোনার হজ অফিসের পরিচালকের রুমের সামনে দুটি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ নিয়ে অপেক্ষা করছেন এসব হজ প্রত্যাশীরা। তাদের মধ্যে একজন রানু মিয়া স্ত্রীকে নিয়ে হজে যাওয়ার কথা। ইব্রাহিম ট্রাভেল নামে এক এজেন্সি ফ্লাইটের টাকাসহ পুরো টাকা নিয়ে নেয়। কিন্তু শেষ সময়ে এসে জানিয়ে দেয় তার ভিসা হলেও স্ত্রী শিউলি বেগমের ভিসা হয়নি। সমস্যার সমাধান না করে উধাও এজেন্সি মালিক।

আমিনুল ইসলাম নামে আরেক জন আবেদন করেছেন হজ অফিসে। তিনি জানান তার এলাকা থেকে ৬ জন এক সাথে রিলেশন ট্রাভেল এন্ড ট্যুরস কাছে টাকা দিয়েছে। তাদের মধ্যে তিন জনের নিবন্ধনই বাতিল করে সেই যায়গায় অন্যদের নিয়ে যাওয়ার অভিযোগ করেন। টাকা দিয়েও তারা অনিশ্চত অবস্থায়।

এদিকে, পরিকল্পনা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারায় শেষ পর্যায়ে যাত্রী পরিবহনে জট তৈরি হয়েছে। হজযাত্রার বাকি আটদিনে অন্তত ২৯ হাজার হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে হবে। হজ অফিস জানিয়েছে, কেউ সমস্যা নিয়ে আসলে তা দ্রুত সমাধান করা হচ্ছে।

সবার হজযাত্রা নিশ্চিতে অতিরিক্ত নয়টি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে হজ অফিস। কিছু সমস্যা ছাড়া বাকী হজযাত্রীরা কোন সমস্যা ছাড়াই যেতে পারছেন বলে জানান হজ অফিসে আগতযাত্রীরা। ৮৭ হাজার হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৬ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান