মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গরম মসলার বাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১০:৩১ এএম

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আযহাকে সামনে রেখে রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে এলাচ জিরাসহ সব ধরনের মসলার দাম। বরাবরের মতই অস্থিরতা সব ধরনের নিত্যপণ্যের দামেও। কেজি ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম ও মাছ। ফলে বাজারে এসে অস্বস্তিতে পড়তে হচ্ছে নিু ও মধ্য আয়ের মানুষদের। তবে, কিছুটা স্বস্তি দিচ্ছে মুরগি ও চালের বাজার।

যখন তখন দ্রব্যমূল্য বেড়ে যাওয়া নতুন কিছু নয়। প্রতিদিনের খাদ্যপণ্যে ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে অসহনীয় পরিস্থিতির শিকার হয় সাধারণ মানুষ। ঈদুল আযহাকে সামনে করে নিত্যদ্রব্যের ঊর্ধ্বমূল্যে অস্বস্তি দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে।

ঈদুল আযহার আগে মূল্য চড়া মাংস রান্নার নানা প্রয়োজনীয় উপকরণের। রসুন, আদা ছাড়াও এলাচ, জিরাসহ হরেক রকম মসলার ওপর এখন নজর পড়েছে ব্যবসায়ী মহলের।

এদিকে, সবজির বাজারের অস্বস্তি যেন কাটছেই না। ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। বাজারে এসে একরাশ অস্বস্তি নিয়ে কেনাকাটা করে ফিরতে হয় নিু ও মধ্য আয়ের মানুষদের।

মাছের বাজারেও চলছে অস্থিরতা। সব ধরনের মাছই বিক্রি হচ্ছে বাড়তি দামে। তবে সামনে ঈদ হওয়ায় কমেছে বিক্রি। তবে স্বস্তি দেখা যাচ্ছে মাংসের বাজারে। ব্রয়লার কেজিতে ১০টাকা কমে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। সোনালি ২২০ থেকে ২৩০ টাকা আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬১০ টাকায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান