
		নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা যেন আন্দোলনের নগরী। গেল ৯ মাসে শুধু এ শহরের বিভিন্নস্থানে বিভিন্ন দাবিতে অন্তত ৫০০ বার আন্দোলন হয়েছে। সড়ক অবরোধ করে গত ১০ দিনেই ৫০টির বেশি আন্দোলন হয়েছে রাজধানীতে। এতে একদিকে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে, তেমনি ত্যক্ত -বিরক্ত জনবহুল নগরীর খেটে খাওয়া মানুষকেও।
ক্রমাগত রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের দাবি দাওয়ার চাপে একপ্রকার হতাশ হয়েই বৃহস্পতিবার উপদেষ্টাদের নিজের পদত্যাগের আগ্রহের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।
তবে কী পদত্যাগই সমাধান? বিশ্লেষকরা বলছেন মাঝ সমুদ্রে দায়িত্ব ছেড়ে দেয়াটা হবে আবেগি সিদ্ধান্ত।
প্রতিবেশি রাষ্ট্র, রাজনৈতিক দল ও সেনাবাহিনী সকলের সাথে সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন তারা। সেই সাথে নির্বাচনী রোডম্যাপ দেয়াও উচিত বলে মনে করেন এই বিশ্লেকরা।
তবে রাজনৈতিক দল ও অংশীজনদেরও সরকারকে সহযোগিতা করা উচিত বলে জানান তারা।
মন্তব্য করুন