
		জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটে শুরু হয়েছে ধান কাটা-মাড়াইয়ের কাজ। তবে মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে শ্রমিক সংকট। আবার শ্রমিক পাওয়া গেলেও মজুরিও বেশি। এতে বিপাকে পড়েছেন কৃষকরা।
জয়পুরহাটে ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে দিনাজপুর, রংপুর, নীলফামারী, গাইবান্ধাসহ উত্তরের বিভিন্ন জেলা থেকে বহিরাগত শ্রমিক না আসায় শ্রমিক সংকট আরো প্রকট আকার ধারন করছে।
আবার স্থানীয় শ্রমিক পাওয়া গেলেও মজুরী অনেক বেশী। শ্রমিক সংকট আর শ্রমিকের মজুরী এমন বেশী হওয়ায় ধান কাটা-মাড়াই নিয়ে অনেকটা বিপাকে পড়েছেন চাষীরা।
আধুনিক পদ্ধতিতে ধান কাটা-মাড়াই এর প্রচলন শুরু করতে পারলে কৃষি শ্রমিকের সংকট থাকবে না বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শহীদুল ইসলাম
চলতি মৌসুমে জেলায় বোরো চাষ হয়েছে ৬৯ হাজার ৬৮৫ হেক্টর জমিতে। আর উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে প্রায় ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান।
মন্তব্য করুন