
		নিজস্ব প্রতিবেদক: বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দল ও অংশীজনদের দায়িত্বশীল আচরণের আহবান জানান এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। বলেন, দাবি-দাওয়ার নামে অন্তবর্তী সরকারকে চাপে রাখলে বাধাগ্রস্ত হবে সরকারের মূল কাজ।
দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর বাংলা মোটরে দলের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। এসময় দলের আহবায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তবর্তী সরকার শুধু নির্বাচনের জন্য নয়। জুলাই গণহত্যাসহ বিগত সময়ে নানা অনাচারের বিচার ও মৌলিক সংস্কারের মূল দায়িত্ব তাদের। ছাত্র উপদেষ্টাদের সাথে এনসিপির কোন সম্পর্ক নেই বলেও জানান নাহিদ।
এক প্রশ্নের উত্তরে করিডোর ও বাংলাদেশের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারকে আলোচনা করার দাবি জানান এনসিপি সদস্য সচিব আখতার হোসেন।
সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বলেও জানান এনসিপির নেতারা।
মন্তব্য করুন