
		নিজস্ব প্রতিবেদক: আজ ১১ই জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মদিন। দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বিদ্রোহী কবির জন্মবার্ষিকী।
কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে তিনদিনের কর্মসূচি শুরু হয়েছে। এদিকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার সহধর্মিণী প্রমিলা নজরুলের স্মৃতি জড়িয়ে আছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে।
তবে এখানে নেই কোন স্মৃতি সংরক্ষণের উদ্যোগ। অগ্নিঝরা লেখনি দিয়ে বাঙালি জাতিকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করতে চেয়েছেন। ভেঙ্গে ফেলতে চেয়েছেন মানুষের মাঝে ভেদাভেদ। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ১৮৯৯ সালের ১১ই জ্যৈষ্ঠ অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ার এক সাধারণ পরিবারে জন্মগ্রহন করেছিলেন তিনি।
জন্মবার্ষিকী উপলক্ষে কবির কৈশোরের স্মৃতি বিজড়িত ময়মনসিংহে ত্রিশাল তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে মেলা ও আলোচনা অনুষ্ঠান।
তবে প্রতিবারের মতো এবারেও জাঁকজমক পূর্ণভাবে নজরুল জন্মজয়ন্তী পালনের কথা জানিয়েছেন উপজেলা প্রসাশক আব্দুল্লাহ আল বাকিউল বারী।
দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পালনের পাশাপাশি বিদেশি পর্যাটকদের আকৃষ্ট ও নজরুল স্মৃতি সংরক্ষণে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন মো.জাকির হোসেন।
মন্তব্য করুন