
		লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের বেশিরভাগ চরাঞ্চলে কোনো কমিউনিটি ক্লিনিক নেই! এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে চরের লাখো মানুষ। ইতিপূর্বে চিকিৎসা সেবা না পেয়ে প্রাণ হারিয়েছে অনেক প্রসূতি নারী ও শিশু । দ্রুত এসব চরাঞ্চলে কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবি স্থানীয়দের।
তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাটের দুর্গম চরাঞ্চল হরিণচওড়া, মাঝেরচড়, রাজপুরে নেই কোনো কমিউনিটি ক্লিনিক। এসব অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য যেতে হয় শহরে। পায়ে হেঁটে কিংবা নৌকায় পথ পাড়ি দিয়ে যাওয়ার সময় অনেকের পথেও মৃত্যু হয়।
তিস্তার অন্যান্য চরের অবস্থাও আলাদা কিছু নয়। দু-একটিতে কমিউনিটি ক্লিনিক থাকলেও যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে লাখো মানুষ।
দূর্গম এসব এলাকায় নানা জটিলতার কারণে অনেক সময় কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা সম্ভব হচ্ছে না বলে জানান স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দীপংকর রায়।
লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার তিস্তা নদীবেষ্টিত ৬৩টি চরাঞ্চলে লক্ষাধিক মানুষ বসবাস করেন।
মন্তব্য করুন