
		সচিবালয় থেকে সংস্কারের কাজে বাঁধা আসলে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, প্রয়োজনে জনগণ খুঁজে নেবে এর বিকল্প। আর শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত সরকারকে ক্ষমতা না ছাড়ার আহবান দলের উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমের।
সংস্কার এবং সংবিধানের রূপরেখা কেমন হবে তা ঠিক করতে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম এবং নীলফামারিতে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। সফরের দ্বিতীয় দিন সোমবার উত্তর চট্টগ্রামের বিপ্লব উদ্যানে মিনি ট্রাকে করে এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ দলের নেতাকর্মীরা পথসভা করেন। পথসভা শুরুর আগে হাসনাত বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্খা বাস্তবায়ন করতে সফল হয়নি।
কথা বলেন, চলমান সচিবালয় ও এনবিআর কর্মকর্তাদের আন্দোলন ইস্যু নিয়ে। জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের দুর্ভোগের রেজিমেন্ট হয়ে উঠেছে সচিবালয় এবং দুর্নীতির আখড়া এনবিআর।
এদিন, নীলফামারী জেলার ৬ উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণ করেছেন দলের উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। সঙ্গে এনসিপির অন্যান্য সদস্যরাও। বৃষ্টি মাথায় নিয়েই ডোমার উপজেলায় পথসভা করে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা না ছাড়ার আহবান সারজিস আলমের। এই কর্মসূচির মাধ্যমে জণসংযোগ করে জনগণের মতামত জানার পাশাপাশি লিফলেটের মাধ্যমে দলীয় বার্তা পৌঁছে দেয়াই এনসিপির লক্ষ্য বলে জানান নেতারা।
মন্তব্য করুন