মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জাপানের কাছে ১০০ কোটি ডলারের সহায়তা চাইবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৭:৪২ পিএম

জাপানের কাছে ১০০ কোটি ডলারের বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের আসন্ন টোকিও সফরে এ সহায়তা চাইবে ঢাকা। সফরে সাতটি সমঝোতা স্মারক সই হবার কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

চার দিনের দ্বিপক্ষীয় সফরে ২৮ মে জাপান যাচ্ছেন অর্ন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। তার জাপান সফর নিয়ে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সফরে নেক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা । এছাড়া জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এই সফরে দু’দেশের মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তিসহ বেশ কয়েকটি কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানান ভারপ্রাপ্ত এই পররাষ্ট্র সচিব।

পরে ভারতের পুশইনের বিষয়ে এক প্রশ্নের উত্তরে রুহুল আলম বলেন, প্রতিটি ঘটনাতেই দিল্লিকে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানাচ্ছে ঢাকা।

পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বলেন বন্দি বিনিময় চুক্তির আলোকেই ভারতের সংগে কথা চলছে। তবে চুক্তি বাস্তবায়নে দুই পক্ষেরই সম্মতির দরকার বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান