মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

‘রাজস্ব ঘাটতি ১ লাখ কোটি টাকার বেশি’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৬:২৬ পিএম

চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি ১ লাখ ৫ হাজার কোটি টাকায় দাঁড়াবে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। এছাড়াও বিনিয়োগে গতি বাড়ানো ও উচ্চমূল্যস্ফীতি কমানো অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি। মঙ্গলবার সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আহরণের প্রবৃদ্ধি মাত্র ৫ শতাংশ, গত বছর যা ছিল ১৩ শতাংশের বশি। রাজস্ব আহরণে ঘাটতি কমিয়ে লক্ষ্যমাত্রা পূরণে শেষ তিনমাসে এখন প্রয়োজন ৬৪ শতাংশ প্রবৃদ্ধি। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি’র চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনায় এমন তথ্যই উঠে এসেছে।

প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে উৎপাদন ও বিতরণের ব্যবধানের চিত্র এবং ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের দূরাবস্থাসহ ছয়টি খাতের চিত্র। সংস্থাটির নির্বাহী পরিচালক অর্থনীতির সূচক ধরে রাখতে সমন্বিত সংস্কারের উদ্যোগ নেবার কথা জানান।

এসময় অথনীতিবিদ মোস্তাফিজুর রহমান নতুন বছরে বিনিয়োগে গতি না ফেরাসহ অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

বিনিয়োগের অনিশ্চয়তা কাটানো এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে জোর দেয় সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান