
		চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ উইনূস। দেশটিতে ১ লাখ দক্ষ জনশক্তি পাঠানোর পরিকল্পনা করছে সরকার।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এসময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার এ সফরে জাপান থেকে ১ বিলিয়ন ডলার সহায়তা পাওয়ার আশা করছে সরকার। এ সহায়তা থেকে পাঁচ মিলিয়ন ডলার বাজেটে ব্যবহার করা হবে।
এছাড়াও বাংলাদেশে বিনিয়োগের জন্য জাপানের বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলেও জানান শফিকুল আলম।
মন্তব্য করুন