মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে জাপান

তারেক শিকদার, টোকিও, জাপান
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৭:৪৪ পিএম

বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে জাপান। অর্থনৈতিক, বিনিয়োগ এবং অন্যান্য সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার দ্বিপক্ষীয় বৈঠকের পর এই ঘোষণা আসে। বৈঠকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী।

জাপান সফরের তৃতীয় দিন শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ইশিবা। এসময় তাঁকে গার্ড অব অনার দেয়া হয়।

পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন এসময় অন্তর্র্বর্তী সরকার এবং দেশের সংস্কার ও শান্তিপূর্ণ রূপান্তর প্রচেষ্টার প্রতি জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ইশিবা। বৈঠকে স্বাধীনতার পর থেকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে উভয়পক্ষ কৌশলগত অংশীদারত্বের প্রতিশ্র“তি পুনর্ব্যক্ত করে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে সহযোগিতা জোরদারের প্রতিশ্র“তি দেন দুই নেতা।

পরে, ৬টি চুক্তি ও সমঝোতা স্বারক সই হয়। এসব চুক্তি ও সসমঝোতার আওতায় বাজেট, রেলওয়েসহ বিভিন্ন খাতের উন্নয়নে জাপান ১০০ কোটি ডলার ঋণসহায়তা দেয়ার কথা জানায় বাংলাদেশকে। এছাড়া উভয়পক্ষই দক্ষ মানবসম্পদ বিনিময় এবং দু'দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একমত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান