
		দিনাজপুরে বোরো ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় এ অঞ্চলের চাষিরা। তবে ধানের নায্য মূল্য নিশ্চিত নিয়ে শঙ্কা জানিয়েছেন তারা। জেলা কৃষি অফিসের তথ্য মতে, এবার চলতি বোরো মৌসুমে দিনাজপুর জেলায় ১ লাখ ৭৪ হাজার ৫০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। তবে মাঠ পর্যায়ে সবধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে, কৃষি বিভাগ। দিনাজপুরের মাঠে মাঠে চলছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ততা। এবার ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। সরকারি খাদ্য গুদামে ধান দিতে গিয়ে হয়রানি শিকার হচ্ছে বলে অভিযোগ তাদের। এ কারণে সরকারি ব্যবস্থাপনার বাইরে ধান বিক্রি করতে গিয়ে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে পড়ছে তারা। এমনকি সরকার নির্ধারিত দামে চেয়ে কম দামে ধান বিক্রি করতেও বাধ্য হচ্ছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বিঘায় ধানের ফলন হয়েছে ২২ থেকে ২৫ মণ। তবে সার, কীটনাশক ও ধান কাটাই-মাড়াইসহ সবকিছুর খরচ বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছে কৃষক। প্রণোদনার মাধ্যমে কৃষকদের ধান চাষে আগ্রহী করে তোলার পাশাপাশি মাঠ পর্যায়ে সবধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম। তবে ধানের নায্য মূল্য নিশ্চিত দাবি জানিয়েছেন চাষিরা।
মন্তব্য করুন